জায়েদ খান ভালো ছেলে, সে আমাকে অসম্মান করেনি : মৌসুমী

মুখ খুললেন জায়েদ খানও

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্বামী, চিত্রনায়ক ওমর সানীর বিতণ্ডার মধ্যে জায়েদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা মৌসুমী; জানালেন, জায়েদ খান তাকে সম্মান করেন। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় নিজের অবস্থান জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এ অভিনেত্রী। খবর বিডিনিউজের।

মৌসুমী বলেন, আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে। জায়েদের সঙ্গে একজন শিল্পীর যে সম্পর্ক, তাই আছে। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। আমাকে অসম্মান করার কোনও প্রশ্নই ওঠে না। সে অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।

শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিতণ্ডার খবর প্রকাশ্যে এসেছে শনিবার রাতে। খবরে বলা হয়, জায়েদ খানকে প্রকাশ্যে চড় মারেন ওমর সানী; ক্ষুদ্ধ হয়ে নিজের কাছে থাকা পিস্তল বের করে হুমকি দেন জায়েদ।

ওমর সানীর বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, মৌসুমীকে বিরক্ত করায় জায়েদ খানকে তিনি চড় মেরেছেন।

বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।

সাম্প্রতিক ঘটনায় জায়েদ খানের কোনো দোষ নেই বলে মনে করেন এ অভিনেত্রী। স্বামী ওমর সানীর প্রতি তিনি বলেছেন, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেনসেটা আমি বুঝতে পারছি না। আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

মৌসুমীর অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেসবুক লাইভে এসে ওমর সানী বলেছেন, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে অভিযোগ করেছেন সেই অবস্থানে এখনও অটল আছেন। মৌসুমী যে কথা বলেছেন, সেই বিষয়ে তাদের দুই সন্তান ফারদিন ও ফাইজা বিস্তারিত জানাবেন এবং মৌসুমীর প্রতি কোনো অভিযোগ নেই জানিয়ে তার প্রতি বাজে মন্তব্য থেকে বিরত রাখার অনুরোধ করেছেন ওমর সানী।

মুখ খুললেন জায়েদ : অবশেষে মুখ খুললেন জায়েদ খান। তিনি মনে করেন নিজেদের ব্যক্তিগত বিষয় সবার সামনে উপস্থাপন করে সব শিল্পীদের ছোট করছেন ওমর সানী। নিজেকেও ‘নির্দোষ’ দাবি করেছেন তিনি।

জানা যায়, নিজেকে নির্দোষ জাহির করার পাশাপাশি সানীর হাতে চড় খাওয়া ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জায়েদ খান। তিনি বলেছেন, চড় ও গুলি করার মিথ্যা ঘটনাটি নিয়ে মৌসুমীর বক্তব্যের পর বিষয়টি থেমে যাওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধজায়েদ খান ডিস্টার্ব করেন, বললেন মৌসুমীর ছেলে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি ভয়ংকর অপরাধ : হাই কোর্ট