সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, তার ছেলে রাহাত মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। অন্য দুজন হলেন, কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম এবং সাবেক কানুগগো আবুল হোসেন। দুদকের আলাদা আলাদা আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য দিয়েছেন। জাহিদ মালেক তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পূর্ণাঙ্গ আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
অন্যদিকে তিন মেয়েসহ নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্জিত ৩৮৬ কোটি টাকা ১৬৩টি ব্যাংক হিসাবে জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন ও ৮ কোটি ৭৬ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে। নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। তদন্তের স্বার্থে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে দুদকের আবেদনে বলা হয়েছে।