চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটিতে নোঙর করা একটি জাহাজে কাজ করার সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে জাহাজে কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন আবুল খায়ের নামের ওই শ্রমিক। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি নিযাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, বন্দরের ৪ নম্বর জেটি গেটে অবস্থানরত এমভি ব্রাটান নামে সিঙ্গাপুরের একটি জাহাজে কাজ করার সময় বার্থ অপারেটরের শ্রমিক আবুল খায়ের (৫৫) পা পিছলে জাহাজ থেকে নিচে একটি বুলডোজারের উপর পড়েন। এতে তিনি মাথায় গুরুতরভাবে আঘাত পান। সহকর্মীরা দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শ্রমিক হিসেবে ২৫ বছর ধরে তিনি বন্দরে কর্মরত ছিলেন। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন জাহাজে মালামাল উঠা-নামার কাজে বেশ পাকাপোক্তও হয়েছিলেন ৫৫ বছর বয়সী খায়ের। কিন্তু অসাবধানতাবশত কাজ করতে গিয়ে তার করুণ মৃত্যু হলো।