বিশ্বাস স্থাপনের জন্য প্রথমে সাধারণ মানুষের সঙ্গে লেনদেন করত। সাথে অন্যান্য জাল নোট ব্যবসায়ীদেরকে কমিশনে নোট সরবরাহ করত। পাশাপাশি ইয়াবা বেচাকেনায় জাল টাকা ব্যবহার করত। তিন লাখ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এ চক্রের দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. গিয়াস উদ্দিন ও মো. শহিদুল হক।
মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ/পশ্চিম) বিভাগের উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন জাল টাকা তৈরি চক্রের সদস্যরা নগরীর স্টেশন রোড়ের ‘হোটেল সৈকত’ এর সামনে অবস্থান করছেন। অভিযান চালিয়ে নগদ ৩ লাখ টাকার জাল নোটসহ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর আইস ফ্যাক্টরি এলাকার একটি বাসা থেকে নোট তৈরির সরঞ্জামসহ শহিদুল হককে আটক করা হয়। উদ্ধার হওয়া জাল নোট ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।