জাল এনআইডি ও চারিত্রিক সনদ বিক্রি

যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

কাউন্সিলরের প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদ বিক্রির অভিযোগে নগরীর বায়েজিদ এলাকা থেকে জিয়াউদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১টার দিকে বায়েজিদ জেলা পরিষদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দোকান থেকে জাল জাতীয়তা সনদপত্র, জাল সনদপত্র তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়। তিনি নগরীর কুলগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জিয়াউদ্দিন জালিয়াতির মাধ্যমে জালালাবাদ জেলা পরিষদ আবাসিক এলাকার বিপরীত পাশের বখতিয়ার ট্রেডার্স নামের দোকানে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবুর নামে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, চারিত্রিক সার্টিফিকেট ইত্যাদি তৈরি করে আসছে। এ বিষয়ে সত্যতা জানতে পেরে কাউন্সিলরের ব্যক্তিগত সচিব সাজ্জাদ হোসাইন থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আজাদীকে জানান, গ্রেপ্তার জিয়াউদ্দিন কাউন্সিলরের প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদপত্র দিয়ে লোকজনের কাছ থেকে টাকা নিতেন। বিশেষ করে গার্মেন্টেসে চাকরির জন্য চারিত্রিক সনদপত্র দরকার হয়। সেগুলো তিনি বিক্রি করতেন। এসব ব্যাপারে আমাদের কাছে অভিযোগ ছিল। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ওয়ার্ড কাউন্সিলরের বেশ কিছু ভুয়া প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদপত্র জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধশনাক্তের হার পাঁচ শতাংশের নিচে