জালুঝনিকে সরিয়ে ইউক্রেনের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা জেলেনস্কির

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে দিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে জেনারেল জালুঝনির সম্পর্কে ফাটলের গুঞ্জনের পর এ ঘটনা ঘটল। খবর বিবিসির। খবর বাংলানিউজের। এক প্রেসিডেন্সিয়াল আদেশে জালুঝনির স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল অলেক্সান্ডার সিরস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনের সামরিক নেতৃত্বে এটি বড় ধরনের পরিবর্তন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, হাইকমান্ডে পুনর্নবীকরণ প্রয়োজন। জেনারেল জালুঝনি টিমে থাকতে পারেন। জেনারেল জালুঝনি একজন জনপ্রিয় জেনারেল যিনি ইউক্রেনীয় সৈন্য এবং জনসাধারণের কাছে বিশ্বস্ত এবং তাকে জাতীয় বীরও বলা হয়ে থাকে। প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনীতে পরিবর্তন নিয়ে তার সঙ্গে ঝালুঝনির খোলামেলা আলাপ হয়েছে এবং রাশিয়ার কাছ থেকে ইউক্রেনকে রক্ষায় তিনি জেনারেলকে ধন্যবাদ জানান। নতুন সেনাপ্রধান জেনারেল সিরস্কির প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মকদুই ধরনের অভিজ্ঞতা রয়েছে বলে জানান জেলেনস্কি।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল সিলেট
পরবর্তী নিবন্ধপুতিনের প্রতিদ্বন্দ্বী নাদেজদিনকে অযোগ্য ঘোষণা করল নির্বাচন কমিশন