খতিবে বাঙ্গাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরীর (রহ.) ৯ম চন্দ্রবার্ষিক ওরশ গত শনিবার দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মাসজিদে অনুষ্ঠিত হয়েছে। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল আসরের নামাজের পর কুরআন মাজিদের তেলোয়াতসহ বিভিন্ন খতমাতের মাধ্যমে শুরু হয়। বাদ মাগরিব দুআ ও আলোচনা মাহফিলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষসহ অসংখ্য উলামা কেরাম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সরাকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোজাহিদুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ.এস. এম বোরহান উদ্দিনসহ অসংখ্য উলামা কেরাম ও গুণীজন আলোচনায় অংশগ্রহণ করেন। জামিয়তুল ফালাহ জাতীয় মাসজিদের খতিব মাওলানা সৈয়দ্ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন বলেন, খতিবে বাঙাল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপক খেদমত আঞ্জাম দিয়ে ইসলামের সঠিক আকিদা প্রসারে নিজেকে আমৃত্যু উৎসর্গ করে গেছেন। মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দায়েম নাজির জামেয়া মাসজিদের মুতাওয়াল্লী মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান অধ্যাপক আবুল মুহসিন মুহাম্মদ ইয়াহইয়া খানসহ অসংখ্য কর্মকর্তা। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, খুরশিদুর রহমান, জাফর সাওদাগর, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, দিলশাদ আহমদ, মাওলানা ড. মোহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা আহমদুল হক, মাওলানা সালামত উল্লাহ প্রমুখ। উক্ত মাহফিলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজি মুহাম্মদ আবদুল আলিম রেজভীর মুনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সুন্নিয়াতের প্রতি খতিবে বাঙ্গালের খেদমত আল্লাহ তাআলার দরবারে কবুলের জন্য বিশেষভাবে দুআ করেন। প্রেস বিজ্ঞপ্তি।