নগরীর বায়েজিদের জালালাবাদ এলাকার এশিয়ান হাইওয়ে থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মো. সাইদুল ইসলাম নামের ওই যুবক ফেনী সদরের মো. ছালেহ আহাম্মদের ছেলে। তিনি সীতাকুণ্ড থানাধীন ছিন্নমুল জঙ্গল ছলিমপুর এলাকায় থাকেন। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি মো. সাইদুল ইসলাম।