জার্সি উন্মোচন

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

রেলওয়ে এস, এ
রেলওয়ে এস,এ’র জার্সি উম্মোচন অনুষ্ঠান রেলওয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আরো উপস্থিত ছিলেন এএমই/সদর জাহিদ হাসান, কমান্ড্যান্ট আর,এন,বি/চট্টগ্রাম সফিকুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর ফুলিনা চৌধুরী, ক্রীড়া সংগঠক কাজী হনি,মো. আবু বকর ছিদ্দিক, নেয়ামত উল্লাহ তৌহিদ,সি,আই/আর,এন,বি মাসুদুর রহমান, কোচ ফয়সাল প্রমুখ।

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব
তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান মোহাম্মদ আলমগীর সভাপতিত্বে এবং মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ভোলন কুমার।

পূর্ববর্তী নিবন্ধদুই আবাহনীর লড়াইয়ে চট্টগ্রামের জয়
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চান টাইগ্রেস দলপতি