জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীকে পদচ্যুত করার পর বুধবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটেছে। এর ফলে আগাম নির্বাচনের পথ খুলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার কয়েক ঘণ্টা পর ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলার সূচনা হয়। খবর বিডিনিউজের।
ফ্রি ডেমোক্র্যাটস পার্টির খ্রিস্তিয়ান লিনডনকে পদচ্যুত করার পর শলজ তার সোশ্যাল ডেমোক্র্যাটস এর সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল গ্রিন্সদের নিয়ে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় আইন পাস করার জন্য তাকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর নির্ভর করতে হবে। শলজ আগামী ১৫ জানুয়ারি পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের পরিকল্পনা করেছেন আর তা মার্চের শেষ নাগাদ আগাম নির্বাচনের সূচনা ঘটাতে পারে, জানিয়েছে রয়টার্স।