জামেয়া ময়দানে দোয়া মাহফিল ও সংবর্ধনা

আজ চট্টগ্রাম ত্যাগ করবেন আল্লামা তাহের শাহ (মা জি আ)

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল রবিবার বাদ মাগরিব হতে এশা পর্যন্ত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা সংলগ্ন জামেয়া জুলুস ময়দানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা জি আ)। বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম (মা জি আ)। অনুষ্ঠানের শুরুতেই আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ হুজুর কেবলাবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

এতে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। তিনি বলেন- আনজুমান ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের পীরভাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতায় প্রত্যেকটি অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সমপন্ন করা সম্ভব হয়েছে। আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন- হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলীর দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকৃতপক্ষে সর্বস্তরের পীরভাইয়েরা যাতে মনভরে হুজুর কেবলাবৃন্দের নূরানী চেহারা মোবারক দেখতে ও দোয়া নিতে পারেন, এজন্য এই দোয়া মাহফিলের আয়োজন।

এতে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্‌টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব সাহাজাদ ইবনে দিদার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী, আনজুমান ট্রাস্টের সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নূরুল আমিন, মোহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, লোকমান হাকিম, মো. ইব্রাহীম, মোহাম্মদ আবদুল হামিদ, আবদুল হাই মাসুম, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, তছকির আহমদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, শেখ আহমেদ, মুহাম্মদ জসিম উদ্দিন, আশেক রসুল খাঁন বাবু, মুহাম্মদ মাহাবুব ছফা, আসফাক আহমেদ, মোহাম্মদ হোসেন খোকন, ওরস সাব-কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব অ্যাড. মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, যুগ্ম সচিব মুহাম্মদ মাহাবুব খাঁন, সাংগঠনিক সম্পাদক, এম এম মাহাবুব এলাহী সিকদার, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লা প্রমুখ। হুজুর কেবলায়ে আলম মাহফিল শেষে এশার নামাজে ইমামতি করেন। পরিশেষে আখেরি মুনাজাতে সমগ্র মুসলিম জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করেন।

উল্লেখ্য যে, আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মাজিআ) আজ সোমবার সকাল ১১-৪৫ মিনিটে শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন এবং ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহ্‌ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে কাতার এয়ারওয়েজ যোগে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিরকুট লিখে অষ্টম শ্রেণি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে গেল প্রেমিক
পরবর্তী নিবন্ধবাজারে চিনির কোন সংকট নেই : বাংলাদেশ ব্যাংক