জামেয়া মাদরাসায় গাউসিয়া কমিটি মহানগরের কম্পিউটার প্রদান

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা আইসিটি ল্যাবে ১২টি কম্পিউটার প্রদান করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহয়া খাঁন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আলআজহারী, আনজুমান ট্রাস্ট ফিনেন্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, ট্রাস্ট সদস্য লোকমান হাকিম মুহাম্মদ ইব্রাহিম, আশফাক আহমেদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ সিনিয়র ভাইসচেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দিন সোহেল, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ইরশাদুল আলম হীরা, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মোহাম্মদ ছালামত আলী, মুহাম্মদ ছাগির আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আরিফ খতিবী, মুহাম্মদ আবু তৈয়ব মিয়া, মুহাম্মদ সোহেল প্রমুখ। এসময় জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মহসিন বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এর খ্যাতি রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা লাভের উদ্দ্যেশ্যে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহনগর যে ১২টি কম্পিউটার দিয়েছে এর জন্য তিনি সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।