জামিন পেলেন আ. লীগ নেত্রী কাবেরী

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ অপরাহ্ণ

হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের পর কক্সবাজারের নিম্ন আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের (এপিপি) এড. সাজিদ আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী তিনটি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে যান নাজনীন সরওয়ার কাবেরী। হাইকোর্ট বিভাগ থেকে তিনটি মামলায় অন্তর্বতীকালীন জামিন পান আগেই। হাইকোর্ট আদেশ অনুক্রমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ মঞ্জুর করেন। আসামিপক্ষে শুনানি করেন এড. নুরুল হোসেন নাহিদ।

গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় এলাকা থেকে কাবেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ। পরে ২৭ ডিসেম্বর ভোর ৪টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ। কক্সবাজারের পুলিশ তিন মামলায় তাকে কারাগারে পাঠান।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়া উপকূল থেকে বিদেশী জাহাট আটক
পরবর্তী নিবন্ধরাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু