জামিন চাইতে গিয়ে পরিবেশমন্ত্রীর জামাই কারাগারে

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে ঘটা সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আহমেদের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ঝুমু সরকার তা নামঞ্জুর করে রাহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বাংলানিউজের।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর

রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে অর্থাৎ ২০২১ সালের ১৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর লোকদের মধ্যে গোয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সংঘর্ষ হয়। সহিংসতার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাহেল এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী ঘটনাস্থলেই ছিলেন। ঘটনার সময় বিএনপির মেয়র প্রার্থীর চাচাতো ভাই শফিক (৩৫) ছুরিকাহতসহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এ ঘটনায় শফিকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযোগপত্রে রাহেলেরও নাম আসে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার
পরবর্তী নিবন্ধম্যানোলা পাহাড় কাটার সময় ১০ শ্রমিক আটক