জামিনে মুক্তি পেলেন হেলেনা জাহাঙ্গীর

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ওই কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে জামিনের কাগজপত্র যাচাইবাছাই করা হয়েছে। এরপর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। খবর বাংলানিউজের।

জানা গেছে, প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গত ১৫ নভেম্বর বিকেলে মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত ২ নভেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওইদিন রাতে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আটকা পড়েছেন আড়াইশ পর্যটক
পরবর্তী নিবন্ধভরাডুবি হবে জেনেই নির্বাচন প্রতিহতের অপচেষ্টায় বিএনপি : তথ্যমন্ত্রী