জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে ৩০ জনকে আটক

সমিতির অভিষেক অনুষ্ঠানের নামে জমায়েত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জামায়াতশিবিরের নেতাকর্মী সন্দেহে ৩০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে দশটায় এ অভিযান চালানো হয়। ‘টিটোয়েন্টি প্লাস’ নামে একটি সঞ্চয় সমিতির অভিষেক অনুষ্ঠানের নাম দিয়ে তারা জমায়েত হয়েছিল।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে ডিসি স্যার পরে মিডিয়াকে ব্রিফ করবেন। ওসি জানান, আমাদের কাছে সলিড ইনফরমেশন ছিল যে, জামালখান এলাকায় কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্টে

একটি সংগঠনের ব্যানারে ৩০ জন মিটিং করছিল। ডিসি স্যারের নেতৃত্বে আমরা দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধারকাজে গাউসিয়া কমিটির শতাধিক স্বেচ্ছাসেবীও
পরবর্তী নিবন্ধছাগলে বাদাম পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ,প্রাণ গেল নারীর