জামালপুরে পাঁচ জেএমবি সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মো. জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন। মামলায় নয়জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম। খবর বিডিনিউজের।
সাজাপ্রাপ্তরা হলেন সাইদুর রহমান, আক্কাছ আলী ওরফে জালাল হোসেন, সাইদুল মিয়া, মো. রুকুনুজ্জামান এবং আজিজুল হক। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রুকুনুজ্জামান পলাতক রয়েছেন। তাদের কারাদণ্ডের সাথে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
২০০৯ সালের ১৫ জুলাই গভীর রাতে জামালপুর সদর থানার আজিজুল হকের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করে র্যাব। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন জাবেদ আলী, শেখ মো. আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীর আলম।