নগরীর জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
গতকাল সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাদিয়া’স কিচেনসহ জামালখান এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে একই এলাকার তিন ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান তিনটির মধ্যে শিবলী ফার্মেসিকে ২০ হাজার টাকা, জামালখান ফার্মেসিকে ১০ হাজার ও মেমোরি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে ঁভনভন, জামালখান এলাকায় অবস্থিত সাদিয়া’স কিচেনের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা হয়েছে রান্না করা খাবার।
এছাড়া ফ্রিজে থাকা মেয়াদোত্তীর্ণ দই দিয়ে বানানো হচ্ছে লাচ্ছি। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়।