জামালখান ওয়ার্ড আ. লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

২১ নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সদস্য সংগ্রহ কর্মসূচি গত রোববার বিকাল ৫টায় নগরীর প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ. লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়ার পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সৈয়দ হাসান মাহমুদ শমশের, দপ্তর সম্পাদক চন্দন ধর, মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী। এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. সৈয়দুল আলম, মো. সাহাবুদ্দীন, মো. এনামুল হক, মো. আবু ফরহাদ চৌধুরী সাবু, আহমদ সোবহান, এটিএম শহীদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, পীযুষ বিশ্বাস, মো. আইয়ুব, রঞ্জন রশ্মি বড়ুয়া, জাহেদুল ইসলাম মঞ্জু, সুশীল মজুমদার, মো. সালাহ উদ্দিন, জিয়া উদ্দিন আহমদ, অনিল দাশ, শামসুদ্দীন নুরী, আবু হেনা মোস্তফা কামাল বাবলু, নবুওয়াত আরা ছিদ্দিকী রকি, পান্টু লাল সাহা, মো. সেলিম জাহাঙ্গীর, পিংকু দেব রায়, সৈয়দা সাহানারা বেগম, সাহেলা আবেদীন রিমা, মৃদুল কুমার দাশ, মুন্সি মিয়া প্রমুখ।

প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা তথা সকল ধর্মের সমধিকার ও স্বাধীনতা নিশ্চতকরণ ও অসামপ্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণ মুক্ত সমাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হইবে বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি। এই নীতিতে যারা বিশ্বাস করে তারাই আওয়ামী লীগের সাধারণ সদস্য হতে পারবে। প্রধান বক্তা আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগের সাধারণ সদস্য সংগ্রহ কর্মসূচি দলের গঠনতন্ত্রের একটি ধারাবাহিক প্রক্রিয়া। তৃণমূলকে সুসংগঠিত করতে হলে এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। এবং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা, জাতীয় সংহতি, রাষ্ট্রীয় আদর্শ ও জননিরাপত্তা বিরোধী এবং হিংসাত্বক কার্যকলাপে লিপ্ত, দেশের নাগরিকত্ব পরিত্যাগকারী, অন্য রাজনৈতিক দলের সদস্য, ধর্ম, পেশা এবং জন্মগত শ্রেণি ও বর্ণের বৈষম্যে বিশ্বাস করেন ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সহিত যুক্ত তাদেরকে দলের সাধারণ সদস্যে অর্ন্তভুক্ত না করার নির্দেশনা দেন নাছির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীনা শিল্পী চাই জিংয়ের পারফরম্যান্স আর্ট বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধকালুরঘাট ফেরিতে নিত্য ভোগান্তি