জামালখানে এসির কাজ করতে গিয়ে খালে পড়ে যুবক নিহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

নগরের জামালখান এলাকায় ভবনে কাজ করার সময় ৭ তলা থেকে দড়ি ছিঁড়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রাজীব দাশ (২৫)। সে সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে। ভবনটি থেকে এসি খোলার কাজ করার সময় দড়ি ছিঁড়ে রাজীব নিচে খালের ভিতরে পড়ে যায়।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল (সোমবার) নগরীর জামালখানস্থ ইকুইটি মিলেনিয়াম নামের ভবনের ৭তলা থেকে এসি খোলার কাজ করছিল রাজীব দাশ নামের এক যুবক। এক পর্যায়ে দড়ি ছিঁড়ে গেলে ওই যুবক নিচে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

কতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেছেন, ইকুইটি মিলেনিয়াম নামের ভবনটি ভাঙার কাজ চলছিল। ভবনের ৭তলার ফ্ল্যাট থেকে এসি খুলে নেয়ার কাজ করার সময় রাজীব দাশ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানরা বললেন হত্যাকাণ্ড, পিতার বিরুদ্ধে অভিযোগ
পরবর্তী নিবন্ধদুই লাখ ৬০ হাজার টন সার ও এলএনজি কেনার প্রস্তাব আসছে