জামালখানে আটকদের মধ্যে ২৩ জন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীর জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শনিবার রাতে আটক ৩০ জনের মধ্যে ২৩ জনকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামালখানের ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্টের তৃতীয় তলা থেকে ওই ৩০

 

জনকে আটক করা হয়। তারা ‘টি টোয়েন্টি প্লাস’ নামে একটি সংগঠনের ব্যানারে অভিষেক অনুষ্ঠানের নামে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর আজাদীকে বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির দুই সংগঠনেরই

নেতাকর্মীরা রয়েছে এই ২৩ জনের মধ্যে। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নুরুল আফছার (২৯), মো. ওমর ফারুক (৪৭), মো. ইসহাক (৪০), মো. হাসান (৩৮), মো. আব্দুর রশিদ (৪২), শাহাদাত হোসেন (৩৪), মো. ইউনুস (৪৫), মো. নুরুচ্ছফা

(৪৮), মো. ফোরকান (৪৩), মো. রাশেদুল হক (৩৫), আব্দুল মান্নান (২৮), আব্দুল হান্নান (৩২), মো. রাশেদ আলম (৪০), মো. জিয়া উদ্দিন (৩৮), মো. ইউসুফ (৩৮), মো. নাছির উদ্দিন (৪০), মো. জামাল উদ্দিন (৪৩), মো. মিজান (২৬), মো. আলমগীর (৪৬), আব্দুল করিম (৪২), নজরুল ইসলাম (৪২), ফরহাদ উদ্দিন (২৯) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)

জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের সহযোগী পলাতক ২৪নং আসামির নাম মো. আবুল মনসুর। তার সাথে অজ্ঞাতনামা আরও ১০/১২জন আসামি সেখানে উপস্থিত ছিলেন। আবুল মনসুরের (৫১) নেতৃত্বে তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের কর্মক্ষমতা ব্যাহত করার জন্য গোপন বৈঠক করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছয় পোশাক শ্রমিক হঠাৎ অজ্ঞান
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে ধর্ষণ, আইনজীবী কারাগারে