জামায়াত-শিবির নিশ্চিহ্ন করতে দেশপ্রেমিক শক্তিকে একাট্টা হতে হবে.

নাশকতা ও নৈরাজ্য বিরোধী অবস্থান কর্মসূচিতে মাহাতাব

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর প্রত্যক্ষ মদদদাতা পশ্চিমা কতিপয় দেশগুলো বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে মুছে দেয়ার জন্য যাদেরকে মাঠে নামিয়েছে তারা সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদকে টার্গেট করে অশুভ খেলায় মেতে উঠেছে। তাদেরকে প্রতিহত ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে দেশপ্রেমিক শক্তিকে একাট্টা হতে হবে। তিনি গতকাল শনিবার নগরী দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপিজামায়াতশিবির চক্রের নাশকতা ও নৈরাজ্য বিরোধী অবসথান কর্মসূচিতে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা সফল আলী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, যুব মহিলা লীগের সায়রা বানু রৌশনী, মৎস্যজীবী লীগের আমিনুল হক বাবুল সরকার, নির্বাহী সদস্য আব্দুল লতিফ টিপু, জামশেদুল আলম চৌধুরী, রুহুল আমিন তপন, মোহাম্মদ ইব্রাহিম, সলিম উল্লাহ বাচ্চু, সালাউদ্দিন ইবনে আহমেদ, মুজিবুল হক পেয়ারু, স্বপন কুমর মজুমদার, ফজলে আজিজ বাবুল, আশফাক আহমেদ, আনিসুর রহমান ইমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতা উল্লাহ, আব্দুস সালাম মাসুম, পুলক খাস্তগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অবিনাশী আলোকবর্তিকার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর তীর ঘেঁষে সিডিএর এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন