জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের আল্লাহ ও রাসুল এর নির্দেশিত পথে চলতে হবে

কর্মী সমাবেশে লোহাগাড়া জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা আ.ন.ম নোমান

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ২:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আ.ন.ম নোমান বলেছেন, কি কাজ করলে মানুষ আওয়ামীলীগের মত ঘৃণা করবে সেটা জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের বুঝতে হবে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ ও রাসুল (সঃ) এর নির্দেশিত পথে চলতে হবে।

২রা সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন আওয়ামীলীগের সবচেয়ে বড় ব্যার্থতা হল ১৫ বছর দেশ শাসন করলেও দেশের মানুষকে আওয়ামীলীগ আপন করে নেয়নি এবং নিতে পারেনি, শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাঁকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু সেই শ্রদ্ধাটা তাঁরা মানুষের মন থেকে আদায় করতে পারেনি। সেই কারণে তাঁরা জোর করে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করে মানুষের ভালোবাসা আদায় করতে চাওয়ার কারণে শেখ হাসিনার পতনের পর বিপ্লবী জনতা এসব ভাস্কর্য ভেঙে ফেলেছে। মানুষের মনের যত ক্ষোভ ছিল সব ক্ষোভ গিয়ে পড়েছে ওই ভাস্কর্যের উপর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও দশের জন্য কাজ করার মাধ্যমে মানুষের ভালোবাসা আদায় করতে পারবে।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোঃ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মাস্টার রাশেদুল আলম, জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি সায়েম চৌধুরী, জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার নায়েবে আমীর ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাস্টার মোবারক আলী।

উদ্বোধনী বক্তব্য রাখেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের ৪নং ওয়ার্ড সভাপতি মাস্টার মনসুর আলম, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম, প্রবাসী সংগঠক নুর মোহাম্মদ।

সমাবেশপ কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পেশ করেন হাফেজ আরিফ।

এসময় ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এর কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ২৪৯ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীর ১৮’শ বর্গফুট জায়গা ফেরত দিতে বন্দরের ৩ দিনের আল্টিমেটাম