জাবালিয়া-রাফার গভীরে ইসরায়েলের অভিযান, ৮৩ ফিলিস্তিনি নিহত

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এবং দক্ষিণে মিশর সীমান্তের রাফা নগরীর আরও গভীরে ট্যাংক নিয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনাদের চালানো অভিযানে বেশ কিছু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন অধিবাসী ও চিকিৎসাকর্মীরা। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল গত জানুয়ারিতে অভিযান শেষের ঘোষণা দেওয়ার পর এ মাসে আবারও সেখানে অভিযান চালাতে ফিরে গেছে। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে আবার সংগঠিত হতে না দেওয়ার জন্য ইসরায়েল ফের উত্তর গাজায় হানা দিয়েছে। সেখানকারই একটি স্থান হচ্ছে জাবালিয়া শরণার্থী শিবির। গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে এটি সবচেয়ে বড়।

গতকাল শনিবার ইসরায়েলের সেনারা ট্যাংক নিয়ে স্থল অভিযানে জাবালিয়ার গভীরে ঢুকে রাস্তায় রাস্তায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা। তাদের হামলায় ২৪ ঘণ্টায় ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এবং জরুরি নাগরিক সেবা বিভাগ জানিয়েছে, তারা হতাহতের ঘটনার একাধিক ফোন কল পেয়েছে। কিন্তু ইসরায়েলের স্থল ও বিমান হামলা চলার কারণে অনুসন্ধান কাজ চালাতে পারছে না।

পূর্ববর্তী নিবন্ধদুই নারীসহ সাতজনের ফাঁসি কার্যকর করলো ইরান
পরবর্তী নিবন্ধতিন জিম্মির মৃতদেহ পাওয়ার কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী