ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করেছে। রোববার বিদ্যুৎকেন্দ্রটির কুলিং টাওয়ারে আগুন লাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে। ওদিকে, জাপোরিজিয়ার ক্রিমলিন নিযুক্ত গভর্নর ইয়েভগেনি বালিতস্কি বলেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরেছে। খবর বিডিনিউজের।
ইউক্রেনের জাপোরিজিয়ায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া সেনা ও কর্মকর্তাদের দখলে রয়েছে। এ সময়জুড়ে বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্রর ছয়টি পারমাণবিক চুল্লি। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রোববার বিদ্যুৎকেন্দ্রটি থেকে গাঢ় কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে।
তবে কোনও পারমাণবিক নিরপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও জানিয়েছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না। তবে তিনি রাশিয়াকে দোষারোপ করে বলেন,তারা কিয়েভকে ব্ল্যাকমেইল করতে ইচ্ছা করে বিদ্যুৎকেন্দ্রে আগুন দিয়েছে। সোমবার ক্রিমলিন নিযুক্ত আরেক কর্মকর্তা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন,আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা ঢুকে পড়ে রুশ ভূখন্ডের ৩০ কিলোমিটার গভীরে অগ্রসর হওয়ার পর জাপোরিজিয়া কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটল।