জাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত

ইপিজেডে গণসংযোগে আবু তাহের

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের গতকাল ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এরপর তিনি ৩৮ নম্বর ওয়ার্ডের ১নং সাইটপাড়া এলাকায় গণসংযোগ করেন।

গতকাল শুক্রবার দুপুর ২টার পর থেকে তিনি ইপিজেডের ৩৯ ও ৩৮ নম্বর ওয়ার্ডে রাত ৮টা পর্যন্ত প্রতিটি অলিগলিতে গণসংযোগ করেন। গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় জাতীয় পার্টি প্রার্থী জননেতা আবু তাহের বলেন, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল ৯ বছর। জাতীয় পার্টির শাসনামলে রাষ্ট্র ধর্ম ইসলাম, সপ্তাহিক ছুটি শুক্রবার, যাকাত বোর্ড গঠন, মসজিদ মন্দির গির্জা সহ ধর্মীয় উপাসনালয়ে পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করে ছিল। উন্নয়নউৎপাদনে জাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত। গতকাল গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, নাসির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার হোসেন, আবসার উদ্দীন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউল আজম লিটন, বন্দর জাপা নেতা জসিম উদ্দিন, জহুর উদ্দিন, আরমান মিয়া, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাপা নেতা মোঃ সেলিম, সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নগর’র আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, সদস্য সচিব আরাফাতুল ইসলাম কচি প্রমুখসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমডেল আনোয়ারা গড়ে তুলতে ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের আস্থা অর্জনে জাসাসকে ভূমিকা রাখতে হবে