জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ধাপের ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছেঁছে।
আজ শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের (সিএক্স-০৪৯) একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় আসে।
বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। বাংলানিউজ
উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে এই টিকা এসেছে।