জাপানি ভাষা ও সংস্কৃতি নিয়ে সেমিনার সম্প্রতি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সুভাষ দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মনজুরুল আলম, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপ সাহা, জাপানি ভাষার শিক্ষক ও ২৫ বছর জাপানে বসবাসকারী সজল বড়ুয়া এবং ওকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সিইও সজীব পাল। নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন জাপানি ভাষার শিক্ষার্থী মুনতাহিন রহমান।
এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। জাপানি ভাষা, সংস্কৃতি এবং নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন সজল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।