জাপানকে টপকে গাড়ি রপ্তানিতে শীর্ষে চীন

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক দেশ এখন চীন। চলতি বছরের প্রথম তিন মাসের হিসাবে চীন এই দাবি করেছে। দেশটি যে আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে, তাতে দেখা যায় এই সময়কালে চীন ১০ লাখ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে, যা ২০২২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৫৮ শতাংশ বেশি। এই একই সময়ে জাপান রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫টি গাড়ি, যা গত বছরের চেয়ে ৬ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির চাহিদা ও রাশিয়ায় চীনের একচেটিয়া ব্যবসার কারণে তাদের রপ্তানিতে এত ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। গত বছর জার্মানিকে পেছনে ফেলে বিশ্বে গাড়ি রপ্তানিকারকের তালিকার ২য় অবস্থানে উঠে আসে চীন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফায়ার সার্ভিসের তাল গাছের চারা রোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধঐক্য পরিষদ দক্ষিণ জেলার প্রতিষ্ঠাবার্ষিকী