দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ড লাতু সারাং বাড়ি নিবাসী মরহুম ফজর রহমানের পঞ্চম পুত্র মো. জানে আলম সওদাগর (৮০) প্রকাশ জানু সওদাগর গত রোববার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………………রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ এশা সাঁচী চৌধুরী পাড়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে মৌলভী নাদের আলী শাহ (রঃ) ওরশ উদযাপন কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।