জানালা বিদ্যুতায়িত, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নাথ পাড়ায় ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

জানা যায়, উল্লেখিত এলাকার নাথ পাড়া পূজামণ্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পপি রানী নাথ। এতে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে এলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধউসকানিতে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না
পরবর্তী নিবন্ধইউপিডিএফ সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না