জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ম্যাচসমূহ গতকাল থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলাগুলো যখন চলছিল তখন মাঠে এক দল ফুটবল অনুশীলন করছিল। আবার দেখা গেল আরেকদল ক্রিকেট অনুশীলন করছিল। তেমনই এক হযবরল অবস্থায় গতকাল উদ্বোধন করা হয়েছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। যা চলবে আগামী আরো তিনদিন। অনেক কর্মকর্তা বলছেন দেশের হ্যান্ডবলের ইতিহাসে এটি একটি দায়সারা আয়োজন। কেবল মাত্র স্পন্সরের জন্য চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। গতকাল সকাল থেকে প্রতিযোগিতার খেলাসমূহ শুরু হলেও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিকেলে। এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কহিনুর, সহ সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং এর পরিচালক আফরানুল ইসলাম, ফেডারেশনের সহ: সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এস.এম খালেকুজ্জামান স্বপন। সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আ.ন.ম. ওয়াহিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, প্রধান সমন্বয়কারী ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ প্রমুখ। এছাড়া সিজেকেএস নির্বাহি কমিটি, হ্যান্ডবল কমিটির কর্মকর্তাবৃন্দ, সাংগঠনিক কমিটি, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিন ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোর মধ্যে ঢাকা জেলা ৩৩-৮ গোলে ঠাকুরগাঁও জেলাকে, চট্টগ্রাম জেলা দল ৩০-৪ গোলে লালমনিরহাট জেলাকে, বাংলাদেশ পুলিশ ৫২-১৪ গোলে জয়পুরহাট জেলাকে, বর্ডারগার্ড বাংলাদেশ ৪৯-১৩ গোলে হবিগঞ্জ জেলা দলকে, পটুয়াখালী জেলা দল ১৬-৪ গোলে হবিগঞ্জ জেলা দলকে, কুষ্টিয়া জেলা দল ৩১-১৭ গোলে দিনাজপুর জেলা দলকে, বান্দরবান জেলা দল ৩৭-৪ গোলে ফেনী জেলা দলকে, চাপাইনবাবগঞ্জ জেলা দল ২৬-১৫ গোলে সুনামগঞ্জ জেলা দলকে এবং বাংলাদেশ আনসার ৩৪-১৬ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করছে।