জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটির শপথগ্রহণ

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক দয়াল কান্তি সামন্ত। ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় সমবেত কন্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড়। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য, সহসাধারণ সম্পাদক বিমল কান্তি নাথ, দপ্তর সম্পাদক সুজিত দাশ, অর্থ সম্পাদক বনবিহারী আচার্য্য, সহসাংগঠনিক সম্পাদক শিমুল কুমার নাথ, সহধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আচার্য্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মৃদুল কান্তি বৈদ্য। প্রধান বক্তা ছিলেন জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব উত্তম চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন লায়ন সুভাষ দাশ, অ্যাড. উত্তম কুমার রায়, উত্তম বিশাংগীরি, লিটন কান্তি শীল, বিদ্যুৎ মজুমদার, শ্যামল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শ্যামল কান্তি নাথকে সভাপতি, অ্যাড. উত্তম কুমার রায়কে সাধারণ সম্পাদক, বাবলু আচার্য্যকে অর্থ সম্পাদক ও লিটন কান্তি শীলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মহাজোট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি