সিসিএল জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের ৪র্থ ও ৫ম দিনে আরো ২৪টি খেলার নিষ্পত্তি হয়। চতুর্থ দিনের খেলায় কিউ স্পোর্টস হাব ৪-১ গেমে নারায়নগঞ্জ ক্লাবকে, ক্যালিফোর্নিয়া পুল এন্ড স্নুকার ৪-১ গেমে ঢাকা ক্লাবকে, অক্সি বিলিয়ার্ডস ৩-২ গেমে অল কমিউনিটি ক্লাবকে, গুলশান ক্লাব ৩-২ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩-২ গেমে কিউ স্পোর্টস একাডেমিকে, স্পোর্টস এক্স বিলিয়ার্ডস ৪-১ গেমে দি হাউস অব বিলিয়ার্ডস এন্ড স্পোর্টসকে, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩-২ গেমে চিটাগাং ক্লাব ‘বি’কে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস ৩-২ গেমে বনানী ক্লাবকে, কুমিল্লা সিটি ক্লাব ৪-১ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, চিটাগাং ক্লাব ‘এ’ ৪-১ গেমে দি কুমিল্লা ক্লাবকে, গুলশান ক্লাব ৪-১ গেমে ক্যাথলিক ক্লাবকে এবং উত্তরা ক্লাব ৩-২ গেমে ব্র্যাকার্স পুল এন্ড স্নুকারকে হারায়। এছাড়া ৫ম দিবসের খেলায় আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩-২ গেমে ক্যালিফোর্নিয়া পুল এন্ড স্নুকারকে, কিউ স্পোর্টস হাব ৩-২ গেমে গুলশান ক্লাবকে, নারায়নগঞ্জ ক্লাব ৪-১ গেমে ক্যাথলিক ক্লাবকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস ৩-২ গেমে স্পোর্টস এক্স বিলিয়ার্ডকে, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি ৪-১ গেমে ঢাকা ক্লাবকে, ব্র্যাকার্স পুল এন্ড স্নুকার ৪-১ গেমে অল কমিউনিটি ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড গেমে অল কমিউনিটি ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৪-১ গেমে চিটাগাং ক্লাব ‘বি’কে, কিউ স্পোর্টস হাব ৪-১ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে, বনানী ক্লাব ৩-২ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, চিটাগাং ক্লাব ‘এ’ ৪-১ গেমে উত্তরা ক্লাবকে, কুমিল্লা সিটি ক্লাব ৪-১ গেমে, দি হাউস অব বিলিয়ার্ডস এন্ড স্পোর্টসকে এবং ব্র্যাকার্স পুল এন্ড স্নুকার ৫-০ গেমে দি কুমিল্লা ক্লাবকে হারায়।