জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

মহানগর জেএসডির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মহানগর জেএসডির যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, আব্দুল বাতেন বিপ্লব নাগরিক ঐক্যের প্রতিনিধি মুন্না চৌধুরী প্রমুখ।

আলোচনা ও ইফতার মাহফিলে আরো অংশ নেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল মালেক গাজী, সোলায়মান খান, নুরুল আরশাদ চৌধুরী আসু, মশিউর রহমান খান, তাজুল ইসলাম, এস এম ইউসুফ, মোহাম্মদ ইয়াকুব, শফিউল আলম খোকন, এসএম কামাল উদ্দিন, শাহাবুদ্দিন, মোহাম্মদ মুবিন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেলসহ আরো অনেকে। বক্তারা ডাকসুর সাবেক ভিপি আ... আব্দুর রবের ১০ দফা দাবি প্রতিষ্ঠাসহ বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠন করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্ত।

পূর্ববর্তী নিবন্ধক্রেতার সাথে দুর্ব্যবহার লোহাগাড়ায় দোকানিকে৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধজনগণের দুর্দিনে প্রধানমন্ত্রী সবসময় পাশে থাকেন