জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্‌রাসার শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সোমবার পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় মহানগরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতা শেষে অর্জিত পুরস্কার নিয়ে জামেয়ার অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে। শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল সুনাম অক্ষুণ্ন রাখায় জামেয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস মুহাম্মদ নাছির উদ্দন, প্রভাষক হাফেজ মুহাম্মদ ওসমান গণি,মোহাম্মদ এমরান হোছাইন, ক্বারী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ শিক্ষকবৃন্দ ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ৭ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৩৬তম সভা