জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা হয়।
সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেনকে সভাপতি ও শ্রেয়সী রায়কে সাধারণ সম্পাদক করে শনিবার রাতে আগামী দুই বছরের জন্য পরিষদের চট্টগ্রাম শাখার ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।
শনিবার সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সাথে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক বাবুল। তিনি অনুষ্ঠানে বলেন, ‘রবীন্দ্রচর্চা তথা পঞ্চকবির চর্চার মধ্য দিয়ে আমাদের মনোজগতকে সমৃদ্ধ করতে হবে। যুগে যুগে সমাজের ক্রান্তিকালীন অবস্থা থেকে মুক্তির পথ দেখায় রবীন্দ্রনাথ। চর্চাকে বেগবান করে প্রজন্ম থেকে প্রজন্মে যত ছড়িয়ে পড়বে ততই আলোকিত হবে আমাদের সমাজ সংস্কৃতি।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিলি ইসলাম, নির্বাহী সদস্য কিশওয়ার কামাল ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম শাখার সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়। সন্ধ্যায় একই মিলনায়তনে হয় ‘আহা তোমার সঙ্গে আমার খেলা’ শীর্ষক গীতি আলেখ্য। শ্রেয়সী রায়ের গ্রন্থনা ও পরিকল্পনায় গীতি আলেখ্যটিতে মূলত রবীন্দ্রনাথের বিভিন্ন নাটকের গান উঠে এসেছে। শেষে একক সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম ও কিশওয়ার কামাল। পরে পরিষদের উদ্যোগে গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
সবশেষে অনুপম সেনকে সভাপতি ও শ্রেয়সী রায়কে সাধারণ সম্পাদক করে পরিষদের চট্টগ্রাম শাখার ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত ও অধ্যাপক রজত বিশ্বাস, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক জাহেদ আলী যুবরাজ, অনুরিনা চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, প্রণব বল ও তন্বী দত্ত, কোষাধ্যক্ষ তৃপ্তি দাশ এবং নির্বাহী সদস্য প্রদ্যোত মজুমদার, ফারহানা আনন্দময়ী, মাধুরী ব্যানার্জি, শ্রাবণী দেববর্মন, ডলি সাহা, সেঁজুতি দে, অমিতা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, প্রমা অবন্তী ও রূপশ্রী হোড়।