জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের পর্দা উঠছে আজ

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

দেশের পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের একচল্লিশতম সম্মেলন শুরু হতে যাচ্ছে। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে আজ বৃহস্পতিবার। বিকেল সাড়ে ৪টায় সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। খবর বিডিনিউজের।

মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি সারওয়ার আলীর সভাপতিত্বে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এবারের সম্মেলনে রবীন্দ্র পদক দিয়ে গুণী সম্মাননা জানানো হবে মুক্তিযোদ্ধা শিল্পী সৈয়দ হাসান ইমাম এবং সংগীতজ্ঞ অধ্যাপক আবম নুরুল আনোয়ারকে। সমাপনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি থাকবেন অধ্যাপক অনুপম সেন।

তিন দিনের আয়োজনে যা থাকছে : দেশের ৭২টি শাখা থেকে পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এ আয়োজনে অংশ নিচ্ছেন। তিন দিনেই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। আয়োজনের প্রথম দিন বিকেল সাড়ে ৫টায় পরিবেশিত হবে গীতিআলেখ্য আন অমৃতবাণী। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনায় সুদেষ্ণা স্বয়ংপ্রভা। পরিবেশনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।

দ্বিতীয় দিন বিকাল ৫টায় আছে সেমিনার। এবারের বিষয় : নদী তীরের প্রেমের গান। প্রবন্ধ রচনা করেছেন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান।

দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সাড়ে ৮টায় পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সংগীত ও শর্মিলা বন্দোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য। শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য বিদায় অভিশাপ।

পূর্ববর্তী নিবন্ধগলায় ২৬৪ কোটি টাকার নেকলেস!
পরবর্তী নিবন্ধমানব পাচার রোধে ৪ জেলায় কনসার্ট