সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়বকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার। জাতীয় মহিলা সংস্থা আইন অনুসারে তাকে দুই বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও সরকার ইচ্ছা করলে যে কোনো সময় এই মনোনয়ন বাতিল করতে পারবে। খবর বিডিনিউজের।
এছাড়া চেমন আরা তৈয়বও যে কোনো সময় অবৈতনিক এই পদ থেকে পদত্যাগ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। নবম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন চেমন আরা তৈয়ব। ২০১৭ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম গত ১৬ মে মারা যান। এরপর থেকে পদটি শূন্য ছিল।