জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ১৬ দল চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ১৬ দল নিশ্চিত হয়েছে। যেখানে চট্টগ্রাম জেলা দলের প্রথম প্রতিপক্ষ হতে পারে ফেনী জেলা দল। গত রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম ও কক্সবাজার জেলা দলের ফিরতি ম্যাচে কক্সবাজার জেলা দলকে ১০ গোলে পরাজিত করে শেষ ষোল দলে নিজেদের জায়গা নিশ্চিত করে চট্টগ্রাম। চূড়ান্ত পর্বের জন্য নিশ্চিত হওয়া ১৬ টি দল হচ্ছে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বাগেরহাট, নওগাঁ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, রংপুর, নরসিংদী এবং মৌলভীবাজার। গত ৩০ আগস্ট থেকে ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে এই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে বাংলাদেশের ৬৪ জেলা দল। দুই রাউন্ডের খেলা শেষে প্রত্যেক অঞ্চল থেকে ২ টি করে দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়।

চূড়ান্ত পর্বে প্রথমে ৮টি খেলা অনুষ্ঠিত হবে। এরপর আটটি বিজয়ী দল নিয়ে হবে ৪ টি কোয়ার্টার ফাইনাল। এরপর ২টি সেমি ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও সবশেষে ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। যদিও চূড়ান্ত পর্বের খেলার তারিখ স্থান এখনো জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে উশু প্রশিক্ষণ কর্মসূচি ২০ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধমেয়র চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডানের ফুটবল কমিটি গঠিত