৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫ এ ফাইনাল খেলা পরিচালনা করেছেন এবং প্রতিযোগিতার সেরা রেফারী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার হ্যান্ডবল রেফারী মো. আলমগীর এবং ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের কৃতী হ্যান্ডবল রেফারী উত্তম সেনগুপ্ত। কৃতী এই দুই সাবেক হ্যান্ডবল খেলোয়াড় রেফারী হিসেবে ইতিমধ্যে দেশে এবং বিদেশে সুনাম কুড়িয়েছেন। রেফারী হিসেবে মো. আলমগীর চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ দক্ষতার সাথে পরিচালনা করেন এবং উক্ত চ্যাম্পিয়নশিপের সেরা রেফারী নির্বাচিত হন। অপরদিকে ম্যাচ রেফারী হিসেবে উত্তম সেনগুপ্ত চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচসহ গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ পরিচালনা করেন। এছাড়াও তিনি টেকনিক্যাল কমিটির সদস্য সচিব হিসেবে এ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চট্টগ্রামের এ দুই রেফারীর অর্জনের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক, চট্টগ্রাম ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম এবং সিজেকেএস সদস্য সচিব আবদুল বারী।