জাতীয় চার নেতার আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভায় বক্তারা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জেল হত্যা দিবস উপলক্ষে চকবাজার ওয়ার্ড কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কাপাসগোলা সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মিলনায়তনে গত শুক্রবার বাদ ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি বাহার উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজ। প্রধান বক্তা ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্ত, এ কে এম আনিসুজ্জামান। বক্তব্য রাখেন আবুল খায়ের বাচ্চু, ইলিয়াস চৌধুরী, আবুল মাসুদ, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, কায়সার আহমেদ, শাহাজান হামিদী, মুজিবুর রহমান রাসেল। সভায় বক্তারা বলেন, কারাগারে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। জাতীয় চার নেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। সভায় উপস্থিত ছিলেন আবদুল হালিম, জামাল আহমেদ, ইদ্রিস হোসেন, আমিনুল ইসলাম আমিন, মোহাম্মদ ইমাম উদ্দীন, এস.এম. নুরুদ্দীন শরীফ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, সিরাজ উল্লাহ বাহাদুর, মাহবুল আলম লিটন, তন্ময়, নেওয়াজ শরীফ অমি, ফরহাদুর রহমান ফয়সাল, মাজাদ উল আলম, হাবিবুর রহমান, অর্পণ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধরশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির সভা