জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। খবর বাসসের। টেলিফোন নম্বর গুলো হলো: ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২০ কেজি পচা মাংস জব্দ করে পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় অবদান রাখতেই হবে