জাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রামের দিব্য দাশ ও লুবাবার সাফল্য

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ গত ১২১৮ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলার পক্ষে অংশগ্রহণকারী দিব্য দাশ গুপ্ত অনূর্ধ্ব১৮ ওপেন বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। মহিলা অনূর্ধ্ব১৬ বিভাগে উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৩য় স্থান অধিকার করে। এছাড়াও চট্টগ্রামের পক্ষে উক্ত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলো: আহনাফ সোলেমান, ঋশিন তালুকদার, তুসিন তালুকদার, সত্যজিৎ মজুমদার জিৎ, নাঈমা তাসনিম নুহা, অনিন্দ রিক দিকবিজয়। তন্মধ্যে তুসিন তালুকদার অনূর্ধ্ব১৬ ওপেন বিভাগে ৭ম, অনূর্ধ্ব১৪ ওপেন বিভাগে সত্যজিৎ মজুমদার জিৎ ৬ষ্ঠ স্থান অধিকার করে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নদভী এমপি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ আজ শুরু