জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিম স্মরণে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

ডায়াবেটিস প্রিভেনশন এডুকেশন প্রোগ্রামের (ডিপেপ) উদ্যোগে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিস সেবা দিবস ও উন্মুক্ত আলোচনা সভা গতকাল ৬ সেপ্টেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমেদ মিলন এতে সভাপতিত্ব করেন। সভায় (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ প্রফেসর ডা.এ.এস.এম. তৌহিদুল আলম। এতে বক্তারা বলেন- জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীর দিনকে স্মরণ করতে আজকের এদিনকে ডায়াবেটিক সেবা দিবস হিসেবে পালন করা হয়। ডা. ইব্রাহিম মানুষের সেবায় সারাজীবন উৎসর্গ করেছিলেন। কোনো ডায়াবেটিক রোগী দরিদ্র হলেও বিনা চিকিৎসায়, অনাহারে, বেকার অবস্থায় মারা যাবে না এই আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন বহুমাত্রিক মানবিক গুণাবলী সম্পন্ন প্রতিভাধর ব্যক্তিত্ব। বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের নির্দেশনা মেনে সুস্থ থাকার আহ্বান জানান। ডা. আজরা জামাল ও ডা. সুবহে জামিলের যৌথ সঞ্চালনায় এতে অতিথি বক্তা ছিলেন মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডা. এমরান উর রশিদ চৌধুরী ও ডা. সৌরভ সরকার।
সভায় আরো বক্তব্য রাখেন শিল্পপতি মাস্টার মো. আবুল কাসেম ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল আলম।
অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাহেলা হোসেন ও সমাজ সেবিকা হাসিনা বেগম। পরে ডায়াবেটিস বিষয়ক উপহার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান চর্চায় চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু