জাতীয় স্কুল ক্রিকেটে কাট্টলী নূরুল হক চৌধুরী হাইস্কুল জয়ী

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে কাট্টলী নূরুল হক চৌধুরী হাইস্কুল জয়লাভ করেছে। গতকাল ২৩ জানুয়ারি মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৯ উইকেটে চিটাগাং গ্রামার স্কুলকে পরাজিত করে। টসে জিতে গ্রামার স্কুল প্রথমে ব্যাট করতে নামে। ২৩.৫ ওভার খেলে তারা মাত্র ৪৮ রানে অলআউট হয়ে যায়। চিটাগাং গ্রামার স্কুলের আবরার লাবিব ১৬ রান করেন। কাট্টলীর পক্ষে আফনান চৌধুরী ১০ রানে ৪টিএবং আরাফ হোসেন ৪ রানে ২টি উইকেট দখল করে। জবাবে কাট্টলী নূরুল হক চৌধুরী হাইস্কুল ৮ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলে নেয়। দলের আফনান চৌধুরী ৩২ এবং ইশরাক তামজিদ ১৩ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী অলিম্পিক প্রীতি ফুটবল টুর্নামেন্টে সেরা ইছানগর যুব সংঘ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার