বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ৫ম জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপের দুই বিভাগেই শিরোপা জিতেছে চট্টগ্রাম জেলা দল। চ্যাম্পিয়নশিপের কোয়াড ইভেন্টের ফাইনালে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। এই ইভেন্টে ১ম রানার্স আপ সুনামগঞ্জ জেলা আর ২য় রানার্স আপ নাটোর জেলা। রেগু ইভেন্টে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা। এই ইভেন্টে ১ম রানার্স আপ ফেনী জেলা আর ২য় রানার্স আপ সাতক্ষীরা জেলা। খেলা শেষে সিজেকেএস সেপাক টাকরো কমিটির যগ্ম সম্পাদক মো. সাইফুল্যা মুনির এর সঞ্চালনায় ও সিজেকেএস সেপাকটাকরো কমিটির ভাইস–চেয়ারম্যান লুৎফুল করিম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান ও স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কো–স্পন্সর জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বুলেট কমিউনিকেশন এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুনুল করিম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, প্রবীণ কুমার ঘোষ, সাইফুল্লা চৌধুরী, এস এম ইকবাল মোর্শেদ, সৈয়দ নূর নবী লিটন, সাইফুল আলম খাঁন, সিজেকেএস সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দিন, এস এম গিয়াস উদ্দীন বাবর, সদস্য নিজাম উদ্দিন নিজু, মোহাম্মদ গোলাম মাওলা, মো. হুমায়ুন উদ্দীন চৌধুরী, তওহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাওছার বেগম প্রমুখ।