জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নতুন ৩ টি বিষয় চালু করা হয়েছে। তম্মধ্যে রয়েছে, ১. নির্বাচনের কাউন্টডাউন (দিন, ঘণ্টা, মিনিট এবং সেকেন্ড) যা সব সময় স্ক্রিনে থাকছে এবং থাকবে, ২. সন্ধ্যা ৭টার সংবাদের মধ্যে নির্বাচন/উন্নয়নের উপর সংশ্লিষ্ট ১ জনের আলোচনা–চুম্বক কথন, যা গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। প্রথম দিন অতিথি হিসেবে ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, এবং ৩. বৃহত্তর চট্টগ্রামের সংবাদ নিয়ে নতুন স্ক্রল সংযোজন। প্রেস বিজ্ঞপ্তি।












