জাতীয় বীমা দিবস আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

জাতীয় বীমা দিবস আজ। এ উপলক্ষে এবারও বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে সরকার এবং এ খাতের উদ্যোক্তারা। ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর দিবসটি উদযাপন করা হবে।

জাতীয় বীমা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারিবেসরকারি টিভি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ইউপি সদস্যসহ ৩ জনের কারাদণ্ড