জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটরস্‌ অব চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ৪ ও ৫ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ডিবেটরস্‌ অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্‌কে (বিইউপি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল গতকাল বিজয়ী ট্রফি নিয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন, ডিবেটরস্‌ অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) এর সদস্য মো. আরাফাত ইসলাম রিফাত, শেখ সাদিয়া সিদ্দিকা ও মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। উপাচার্য বিজয়ী দল ডিবেটরস্‌ অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) এর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিতর্ক একটি নান্দনিক শিল্প; যা চর্চার মাধ্যমে যৌক্তিক সমাধান বেরিয়ে আসে। শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখতে পারলেই ক্যারিয়ারে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে সাফল্যের চুড়ান্তে আরোহন করা সম্ভব। তিনি আরো বলেন, ‘বিতার্কিকদের এ বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মর্যদা ও গৌরব বৃদ্ধি করেছে।’ তিনি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতর্ককে আরো জনপ্রিয় করে তোলার আহবান জানান। উল্লেখ্য, ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) ৮ রাউন্ড বিতর্কে ৩৬টি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া ধলই শাখার তালবীজ ও চারাগাছ রোপণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা